Ticker

6/recent/ticker-posts

রাজ্যে নতুন চাকরির খবর | মাসিক বেতন ২৩,১০০ টাকা | আবেদন চলছে তাড়াতাড়ি আবেদন করুন


West Bengal recruitment 2022


District Child Protection Unit Recruitment 2022
-রাজ্যের জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নিয়োগ করা হবে প্রোটেকশন  অফিসার, কাউন্সিলর, ডাটা অ্যানালিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পদে।


‌West Bengal District Child Protection Unit Recruitment 2022 - এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্য লাগবে না এখানে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে।


District DM Office Recruitment 2022 - এখানে আবেদনের জন্য যোগ্যতা কি লাগবে, বেতন কত দেবে, আবেদন শুরু এবং শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়স সীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

আরও নতুন নতুন চাকরির খবর দেখুন নিচের লিংকে ক্লিক করে 👇


আবেদন শুরু: ২৮/০৯/২০২২ তারিখ থেকে

আবেদন শেষ: চলবে ০৪/১০/২০২২ পর্যন্ত ।


বেতন: ১২,০০০ টাকা থেকে ২৩,১০০ টাকা।

20,000 শূন্যপদে কেন্দ্রীয় সরকারে নিয়োগ। SSC CGL Recruitment 2022 , Total vacancy 20,000


পদের নাম: 

1) Protection Office

2) Legal cum Probation Officer

3) Counsellor

4) Data Analyst

5) Assistant Cum Data Entry Operator


বয়স সীমা: ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত


মোট শূন্যপদ

1) Protection Office : ০১ টি

2) Legal cum Probation Officer: ০১ টি

3) Counsellor : ০১টি

4) Data Analyst : ০১টি

5) Assistant Cum Data Entry Operator : ০১টি 


শিক্ষাগত যোগ্যতা: 

1) Protection Office : সংশ্লিষ্ট বিষয়ে  স্নাতক এবং কম্পিউটার নলেজ ও কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

2) Probation Officer : আইনে স্নাতক কম্পিউটার নলেজ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

3) Data Analyst : কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক এবং কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

4) Data Entry Operator: উচ্চ মাধ্যমিক পাশ কম্পিউটার নলেজ এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া অফিশিয়াল লিঙ্কে ক্লিক করে নোটিশ টি দেখুন।

নিয়োগ পদ্ধতি: 

1) লিখিত পরীক্ষা

2) কম্পিউটার টেস্ট

3) ইন্টারভিউ 


আবেদন ফী :

উক্ত পথগুলোতে আবেদনের জন্য কোনপ্রকার আবেদন ফী লাগবেনা।

আবেদন পদ্ধতি: 

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিচে দেওয়া লিঙ্ক থেকে ফর্ম টি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এবং অফিসিয়াল নোটিশে উল্লেখিত ডকুমেন্টগুলো যোগ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় আবেদন পত্র জমা দিতে হবে।


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: 

District Child Protection Unit, Office of the District Magistrate, Kutchery Compound, Dirjeeling - 734101 


Important Link :

Official Notification: CLICK Here

Application Form: CLICK Here

Official Website: CLICK Here








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ