Ticker

6/recent/ticker-posts

Agneepath Scheme in 2022 | 46,000 শূন্যপদে অগ্নিপাথ প্রকল্পের মাধ্যমে চাকরি খবর।


14 ই জুন 2022 মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ নামের একটি প্রকল্প বা স্কিমের কথা ঘোষণা করেছেন । 

এই প্রকল্প বা স্কিমের মাধ্যমে চলতি বছরে প্রায় 46,000 শূন্যপদে দেশের ডিফেন্স বিভাগে যুবক-যুবতীদের চাকরি দেওয়া হবে। 

এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লেখা মন দিয়ে পড়ুন


এই স্কিমের নাম অগ্নিপথ স্কিম(Agneepath Scheme) : এই স্কিমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মি ,ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রত্যেক বছর নিয়োগ করা হবে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচালনাধীন ডিফেন্স ক্যাবিনেট কমিটি এই অগ্নিপথ স্কিমের ছাড়পত্র দিয়েছে।এই অগ্নিপথ প্রকল্পের অধীনে যারা চাকরি করবে তাদের বলা হবে অগ্নিবীর। 



শিক্ষাগত যোগ্যতা(Agnipath Scheme Educational Qualification) : >আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক ও HS পাশ। 

> আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 


বেতন(Agneepath scheme Salary) :

> এখানে মোট চার বছর কাজ করতে হবে । 

প্রথম বছর মাসিক বেতন 30,000 টাকা এবং কন্ট্রিবিউশন করতে হবে 30% অর্থাৎ হাতে পাবেন 20,000 টাকা। 

> দ্বিতীয় বছর মাসে পাবেন 30,000 টাকা এবং কন্ট্রিবিউশন করে হাতে থাকবে 23,100  টাকা। 

> তৃতীয় বছর মাসে পাবেন 36,000 টাকা কন্ট্রিবিউশন করে হাতে থাকবে 25,580 টাকা। 

> চতুর্থ বছর মাসে পাবেন 40,000 টাকা কন্ট্রিবিউশন করে হাতে থাকবে 28,000 টাকা। 

> চার বছর চাকরি শেষে সেবা নিধি Seva Nidhi Package) প্যাকেজ হিসেবে 11 লক্ষ 71 হাজার টাকা দেয়া হবে। 


বয়স(Agneepath scheme Age limit) :

> আবেদনকারীর বয়স 17 বছর 6 মাস থেকে 21 বছরের মধ্যে হতে হবে। 


আবেদন পদ্ধতি:

> যখন মিনিস্ট্রি অফ ডিফেন্সের। অফিসয়াল ওয়েবসাইটে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন আবেদন করতে পারবেন আর্মি, নেভি ও এয়ার ফোর্সে। 












একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ