Ticker

6/recent/ticker-posts

কলকাতা কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ | KP Recruitment 2022

  • KP recruitment 2022,  কলকাতা পুলিশে নিয়োগ,  Constable job, Lady constable job, police job

 Kolkata Police Constable & Lady Constable Recruitment 2022 

কলকাতা পুলিশের তরফ থেকে অফিশিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে ১৬৬৬টি শূন্যপদ নিয়োগ করা হবে। 

এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে , বয়স কত হতে হবে, আবেদন কি ভাবে করবেন, আবেদন মূল্য, দৌড়, শারীরিক মাপঝোক,নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন। 

আরও নতুন চাকরির খবর দেখুন


মোট শূন্যপদ:- 

   কনস্টেবল:- ১৪১০ টি

   লেডি কনস্টেবল:- ২৫৬ টি

যোগ্যতা:- মাধ্যমিক পাশ। এবং বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে। পার্বত্য এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। 

আবেদন শুরু:- ২৯/০৫/২০২২ তারিখে। 

আবেদন চলবে:- ২৭/০৬/২০২২ পর্যন্ত

বয়স:- ১৮ থেকে ২৭ বছর ০১/০১/২০২২ অনুযায়ী হতে হবে। sc/st -র সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন । 

শারীরিক মাপঝোক :- 

কনস্টেবল উচ্চতা হবে ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ফুলিয়ে ৮৩ সেমি। st-রা উচ্চতা,ওজন ও বুকের ছাতির মাপে ছাড় পাবেন। 

লেডি কনস্টেবল:-  উচ্চতা হতে হবে ১৬০ সেমি,ওজন ৪৯ কেজি । st- রা উচ্চতা,ওজনে ছাড় পাবেন। 

শারীরিক সক্ষমতার পরীক্ষা: 

কনস্টেবল:- ১৬০০ মিটার দৌড় সময় ৬ মিনিট ৩০ সেকেন্ড। 

লেডি কনস্টেবল:- ৮০০ মিটার দৌড় সময় ৪ মিনিট ৩০ সেকেন্ড। 

নিয়োগ পদ্ধতি:- 

দুটি ধাপে লিখিত পরীক্ষা হবে-

প্রথম ধাপে হবে ১০০ নম্বরের পরীক্ষা। 

দ্বিতীয় ধাপে হবে ৮৫ নম্বরের পরীক্ষা। 

এরপর ইন্টারভিউ। 


আবেদন ফি:-  আবেদন ফি লাগবে১৭০/- টাকা। sc/st দের লাগবে ২০/- টাকা। 

(আবেদন করার জন্য নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটটি ভালো করে দেখুন) 

website :- www.wbpolice.gov.in

অফিশিয়াল নোটিশ লিঙ্ক :- 

https://wbpolice.gov.in/WBP/Common/WBP_Recruitment_Notice.aspx?Id=202











































































একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ